আসসালামুআলাইকুম,
আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের অনলাইন ইনকামের একটি সহজ ও বিশ্বস্ত উপায় শেয়ার করতে যাচ্ছি।

বর্তমান বিশ্বে ব্লগিং একটি আলোচিত বিষয়। আর এই ব্লগিং এর মাধ্যমে টাকা ইনকাম করাটা খুব একটা কষ্টকর নয়। শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা, ধৈর্য্য ও পরিশ্রমই ব্লগিং এর মাধ্যমে আপনার সহজ ইনকাম নিশ্চিত করতে পারে।
তাহলে, আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে যে ‘ব্লগিং’ কী?

ব্লগিং: ‘ব্লগিং’ সম্পের্কে কথা বলার আগে আপনাদের জানতে হবে যে ‘ব্লগ’ কী? ‘ব্লগ’ শব্দটি ইংরেজি ‘Blog’ এর বাংলা প্রতিশব্দ। সাধারণ ভাষায় এটি এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি। আর যারা ব্লগ তৈরি করেন তারা হলেন ব্লগার। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ব্লগে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন।

বিস্তারিত: ব্লগিং হলো অনলাইননে একসেস পাওয়া যায় এমন একটি ওয়েভ পেজ যেখানে কেউ তার প্রত্যাহিক জীবনের কিছু ঘটনা বা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লিখবে এবং যেখানে অন্য ব্যক্তিরা তার সেই লেখার আদলে মন্তব্য লিখতে পারবে। ব্লগিং এর নির্দিষ্ট কোন বিষয় নেই। আপনি যে কোন বিষয়ে ব্লগ তৈরি করতে পারেন। যেমন: http://easy-taka.blogspot.com একটি ব্লগ যেখানে আমি ‘অনলাইনে ইনকাম’ করার সহজ উপায় নিয়ে আলোচনা করছি। অনলাইনে ইনকাম করার জন্য আমি এই যে কখাগুলো লিখছি তা হলো কনটেন্ট। এটিকে ব্লগ পোস্টও বলা হয়। আমি যখন আবার আরেকটি কন্টেন্ট লিখে এই ব্লগে শেয়ার করব সেটি হবে আরেকটা ব্লগ পোস্ট। আপনারা এই ব্লগে এসে ব্লগের পোস্টটি পড়ছেন। এক্ষেত্রে আমি যে এই ব্লগটি লিথছি তাই আমি ব্লগার। আর আমি যে ব্লগ তৈরির কাজটা করছি এটি হলো ব্লগিং। আর আপনারা এই পোস্ট এর নিচে কমেন্ট করার সুযোগ পাচ্ছেন এবং ভাল লাগলে অবশ্যই আপনাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশাকরি ব্লগিং এর বিষয়ে আপনাদের আর কোন সন্দেহ রইল না।

তাহলে আসুন কিভাবে ব্লগিং শুরু করা যায় তা নিয়ে আলোচনা করি।

কোথায় ও কীভাবে ফ্রি ব্লগ তৈরি করা যায়? ব্লগ তৈরির করে অনলাইনে একসেস করার সুবিধা পাবার জন্য প্রথমে দুটি জিনিস প্রয়োজন। আর তা হলো আপনার ব্লগের এড্রেস (তথা ডোমেইন/ সা্ব-ডোমেইন ও হোস্টিং)। আর এগুলো আমরা ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহার করে করতে পারছি। তাহলে কোথায় ‘ফ্রি ব্লগিং’ করা যাবে? Blogger.com  হলো সেই ফ্রি ব্লগিং এর সহজ ও জনপ্রিয় প্লাটফর্ম। Blogger.com হলো Google এর একটি সার্ভিস। এই Blogger.com এ ব্লগ তৈরির জন্য আপনার কোন খরচ দিতে হবে না কিংবা কোন একাউন্ট কিনতে হবে না। আপনি এটি সম্পূর্ণ ফ্রি-তে ব্যবহার করতে পারবেন। Blogger.com এ একাউন্ট খোলার জন্য আপনার শুধুমাত্র একটি Gmail থাকলেই চলবে। একটি Gmail এর জন্য আপনি 100টি ব্লগ তৈরি করতে পারবেন। এটা কী আপনার জন্য যথেষ্ট নয়?

আজকের লেসন: আপনারা Blogger.com এ যান এবং একাউন্ট তৈরি করার টেষ্টা করুন। যেহেতু ফেসবুক ব্যবহার করছেন তাই কীভাবে Blogger.com একাউন্ট্ তৈরি করতে হয় এ বিষয়ে আপনাদের অবশ্যই ভাল ধারণা আছে। আমি আপনাদের আগামী টিউটোরিয়াল এ Blogger.com এ ফ্রি ব্লগ তৈরি করা শেখাব। আল্লাহ হাফেজ।

পোস্টটি ফেসবুকে শেয়ার করুন, কমেন্ট করুন ও লাইক দিন। আমাকে আপনাদের পাশে থাকার জন্য উৎসাহিত করুন। আর “এসো আয় করি নিজের সম্মান বাড়াই” গ্রুপ এ নিজের বন্ধুদের ইনভাইট করুন।

বি:দ্র: ধৈর্য্য, ধৈর্য্য, ধৈর্য্য এবং পরিশ্রমই হলো অনলাইন ইনকামের চাবিকাঠি। তাই ধৈর্য্য হারাবেন না। চেষ্টা করুন। আমি আপনাদের অনলাইনে ইনকাম করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সহায় হউন।
Continue Reading ...